রাজনীতি

রৌমারীতে বিএনপির তিন নেতা বহিস্কার

জিতেন চন্দ্র দাস, রৌমারি   কুড়িগ্রাম

২৭ এপ্রিল ২০২৪


| ছবি: 

দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন রৌমারী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনের অভিযোগে বিএনপির সব পদ থেকে তিন নেতাকে বহিস্কার করা হয়েছে। শুক্রবার পত্রের মাধ্যমে এ বহিস্কারের আদেশ দেন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ। রিজভীর স্বাক্ষরিত পত্রে উল্লেখ করেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন রৌমারী উপজেলা নির্বাচনে অংশগ্রহনের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিস্কার করা হলো।
বহিস্কাররা হলেন, রৌমারী উপজেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী। তিনি বর্তমানে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা মহিলা দলের সহসভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিন নাহার শাপলা। তিনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা বিএনপির সদস্য সেকেন্দার আলী চাঙ্গা। তিনিও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

32