রাজনীতি

 উলিপুরের হাতিয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত

রোকনুজ্জামান মানু, উলিপুর   কুড়িগ্রাম

০৯ মার্চ ২০২৪


| ছবি: 

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য পদে উপনির্বাচনে ১৬৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন বেগম। বক প্রতীকে তিনি পেয়েছেন এক হাজার ৪৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেলিকপ্টার প্রতীকের ফাতেমা বেগম পেয়েছেন এক হাজার ২৬৬ ভোট। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এরশাদুল হক মিয়া সন্ধ্যায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চারটি কেন্দ্রে ব্যালট পেপারে ভোটগ্রহণ হয়। এ নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল আট হাজার ৫২০ ভোট। এর মধ্যে পুরুষ ভোটার চার হাজার ২৫৮ জন ও নারী ভোটার চার হাজার ২৬২ জন। উল্লেখ্য, গত বছরের ৬ আগস্ট উপজেলার হাতিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য বুলবুলি বেগম অসুস্থতাজনিত কারণে মারা গেলে ওই আসনটি শূন্য হয়। 
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এরশাদুল হক মিয়া বলেন, উপনির্বাচনে চারটি কেন্দ্রে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ভোট পড়েছে চার হাজার ৫৩১টি।

26