


যেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, যেই দেশ স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালে, সেই সময় পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না। ১৯৪৭ সালে যদি বিভাজন না হতো তাহলে ৭১ এর পূর্ব পাকিস্তান আজকের এই বাংলাদেশ হতো না। বাংলাদেশটা যেমন একিদনে হয়নি বহুকার সময়ে প্রক্রিয়া অনুযায়ী হয়েছে। এবং ইসলাম ও ধর্মীয় বিশ্বাস এবং এই দেশের মানুষের ইমান বাজি রেখে সঠিকভাবে ধারণ করার জন্য আপনারা যারা হজ করেছেন আরাফাতের ময়দানে গিয়েছেন সেই ময়দানের রাস্তা শহিদ জিয়া করেছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর ০৬ আসনের এমপি পদপ্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন কার্যালয়ে হাকিমপুর উপজেলা ও পৌরসভার সকল মসজিদের ইমাম, মোয়াজ্জেম এবং ক্বওমী মাদ্রাসার শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভায় কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ দলের নেতাকর্মীরা। পরে তিনি গোহাড়ায় আদিবাসীদের সাথে ও খাট্রা উচনায় মতবিনিময় সভা করেন