1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রশাসনকে ম্যানেজ করে ঘোড়াঘাটে চলছে খাসজমি দখলের মহোৎসব | দৈনিক সকালের বাণী
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ন

প্রশাসনকে ম্যানেজ করে ঘোড়াঘাটে চলছে খাসজমি দখলের মহোৎসব

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৭৭ জন দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে চলছে সরকারি খাসজমি দখলের মহোৎসব। অভিযোগ উঠেছে, স্থানীয় কিছু ব্যক্তি প্রশাসনের নিরব সমর্থন এবং নামমাত্র “ম্যানেজমেন্ট”-এর আশীর্বাদে খাসজমি দখল করে নির্মাণ করছে বিভিন্ন স্থাপনা। সবকিছু হচ্ছে উপজেলা প্রশাসনের চোখের সামনেই।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, খোদ উপজেলা ভূমি অফিস, টিএন্ডটি অফিসের সামনে সরকারী খাস জমি দখলের মহোৎসব চলছে। যেটুকু বাকি আছে সেটাও দখল হয়ে যাওয়ার উপক্রম। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ করে জনবসতি সংলগ্ন খাসজমি গুলোতে এখন একের পর এক দখল অভিযান চালানো হচ্ছে। কেউ কেউ আবার বেনামে বা রেজিস্ট্রেশনবিহীন সংগঠনের নামে খাসজমি দখল করে স্থায়ী ঘর তুলছে। এসব সংগঠন মূলত নামধারী-কোনো সরকারি স্বীকৃতি বা নিবন্ধন নেই, কিন্তু তাদের ব্যানারেই চলছে জমি দখল ও স্থাপনা নির্মাণ।

 

আরও জানা গেছে, কিছু কিছু দখলকারী উপজেলা প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে ওই সুযোগেই নির্বিঘ্নে দখল কার্যক্রম চালাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এসব কর্মকাণ্ডের ব্যাপারে ইউএনও অবগত থাকলেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

 

দখলকারীরা প্রকাশ্যেই বলে বেড়ায়-‘সব ম্যানেজ করা আছে।’ সরকারি খাসজমি ও ফুটপাত দখলমুক্ত রাখার দায়িত্ব প্রশাসনের হলেও বছরের পর বছর ধরে এসব জায়গা দখল হয়ে যাচ্ছে- আর এসব বিষয়ে প্রশাসনের নীরব সমর্থন রয়েছে বলে খবর নিয়ে জানা গেছে। খাসজমি দখল ঠেকাতে সরকারের কঠোর আইন থাকা সত্ত্বেও ঘোড়াঘাটে যেন তার কোনো প্রয়োগ নেই। দিন দিন বাড়ছে দখলের পরিধি, আর কমছে সরকারি সম্পত্তি।

 

স্থানীয় সচেতন মহল বলছে, এভাবে যদি প্রশাসন নিরব থাকে, তাহলে ভবিষ্যতে সরকারি খাসজমি নামমাত্র কাগজে থাকলেও বাস্তবে পুরোপুরি দখল হয়ে যাবে কিছু প্রভাবশালীর হাতে।অপরদিকে এমনও অনেক ভিপি সম্পত্তি লিজ দেওয়া আছে যেগুলোর প্রকৃত লিজাররা জমি বুঝে পায়নি কিন্তু প্রতি বছর খাজনা পরিষদ করেন, অথচ সেই জায়গা দখল করে বাড়ি-ঘর করে আছে অন্য কেউ সেদিকেও নজর নেই প্রশাসনের। প্রকৃত লিজাররা ইউএনও এসিল্যান্ড এর কাছে বহুবার অভিযোগ করেও কোন সমাধান পাননি। বরংচ তারা অন্য আইনের গল্প শুনিয়ে ছেড়ে দেয়। দেখলে মনে হয় এখন সব মগের মুল্লুক।

 

নাম প্রকাশে অনিচ্ছুক সাধারণ মানুষের দাবি, খাসজমি দখল বন্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ইতোমধ্যেই যারা সরকারি খাসজমি দখল করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

ভুমি অফিস ও সরকারি ওয়েবসাইটের তথ্য মতে, ঘোড়াঘাটে মোট খাস জমির পরিমাণ ৮৮২.৬৪ একর, যার মধ্যে ৭৬১.৭৫ একর কৃষি জমি এবং অকৃষি জমি রয়েছে ১২০.৮৯ একর। বন্দোবস্ত যোগ্য কৃষি জমি রয়েছে ২৫৮.৩২ একর।

 

জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ জানান, আসলে অর্পিত বা ভিপি সম্পত্তি বাদে অন্যান্য খাস জায়গাগুলো তেমন ভাবে তদারকি করা হয় না। যখন যেটা প্রয়োজন হয় তখন সে জায়গা আমরা নিয়ে নেই। প্রয়োজন হলে উচ্ছেদ অভিযানও পরিচালনা করা হয়। বিগত সময়ে আমরা অনেক জায়গা উদ্ধার করে সরকারি ভাবে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এখন যারা খাস জায়গা দখল করে আছে তাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হলে আমরা সে বিষয়ে ব্যবস্থা নেবো। তারপরও এ বিষয়ে আমরা পদক্ষেপ নেব।

 

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বক্তব্য জানতে তার কার্যালয়ে গিয়ে জানা যায় তিনি কয়েক দিনের জন্য সরকারি কোনও ট্রেনিং এর জন্য বগুড়া অবস্থান করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )