রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নে এসএসসি ব্যাচ ৯৭ গঙ্গাচড়া বন্ধুদের উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় কোলকোন্দ আব্দুস সামাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অত্র ইউনিয়নের ৭০ জন অসহায় শীতার্ত নারী- পুরুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
আব্দুস সামাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯৭ ব্যাচের বন্ধু ডা: মো: সাজ্জাদুর রহমান, প্রভাষক আবদুল হাকিম, গঙ্গাচড়া ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল সুমন, শফিকুল ইসলাম সোহেল, তাজুল ইসলাম, জোবেদ আলী,নুরুজ্জামান শ্যামল, আউয়াল প্রমুখ। কম্বল পেয়ে উচ্ছসিত মনি, নছির আলী, রাজা, বলেন, আমরা কম্বল পেয়ে অনেক খুশি, তারা এসময় ৯৭ ব্যাচের বন্ধুদের জন্য দোয়া করেন।
ডা: সাজ্জাদুর রহমান মিডিয়া পার্টনার দৈনিক সকালের বাণী’ক বলেন, গরীব অসহায়, প্রতিবন্ধী মানুষের কথা চিন্তা করে আমরা এসএসসি ৯৭ ব্যাচের গঙ্গাচড়ার বন্ধুরা কিছু কল্যাণকর কাজ করে আসছি। তারই অংশ হিসেবে আজকের এই কম্বল বিতরণ। তিনি আরও বলেন, আমাদের উদ্যোগে উপজেলায় ৪শ থেকে ৫শ কম্বল বিতরণ করার কথা রয়েছে।
Related