বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার(২৭ ডিসেম্বর) বিকেলে ধনবাড়ী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উলক্ষ্যে দোয়া মোনাজাত, আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা ও পৌর জাসাস’র আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কসহ ধনবাড়ী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
ধনবাড়ী উপজেলা জাসাস’র সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন লিটু’র সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আহবায়ক সাইফুজ্জামান টিটু। সভায় ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবাহান, পৌর জাসাস’র আহবায়ক ওসমান গণি দুলাল, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন ফরিদ, উপজেলা সেচ্ছ্বাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন লেবু, সদস্য সচিব রাশিদুল ইসলাম প্লাবন, পৌর যুবদলের আহবায়ক হযরত আলী জীবনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এসময় উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত, পৌর সেচ্ছ্বাসেবক দলের আহবায়ক আশরাফুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক আ: মান্নান, পৌর কৃষকদলের আহবায়ক জিল্লুর রহমানসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ধনবাড়ী প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী দিনে বিএনপি’র হাত কে শক্তিশালী করে মধুপুর-ধনবাড়ী আসনে ফকির মাহবুব আনাম স্বপন কে এমপি নির্বাচিত করতে নিরলস কাজ করার আহবান জানান।