রংপুরের তারাগঞ্জে মাদক সেবনের দায়ে দুজনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নতুন চৌপথির যমুনা ব্যাংকের অপরদিকে নির্মাণাধীন ভবনে মাদক সেবনের দায়ে অনন্তপুর গ্রামের মো. রাজু আহমেদ (৪৯), জর্দ্দিপাড়া গ্রামের মো. আমিনুর ইসলাম (৩৫) উভয়কে জেল জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রুবেল রানা।
জানা গেছে, উপজেলায় বিভিন্ন সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর অভিযান পরিচালনা করছেন। তারই অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় মাদক নির্মূলে এলাকাবাসির সহায়তায় অভিযান পরিচালিত হয়। এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সচেতনমহল।
মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা বলেন, অপরাধের মাত্রা বিবেচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় ১জনকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা এবং অপর একজনকে ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আসামিদেরকে রংপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।