1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
খানসামায় স্বস্তিতে ক্রেতা কমতে শুরু করেছে সবজির দাম | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন

খানসামায় স্বস্তিতে ক্রেতা কমতে শুরু করেছে সবজির দাম

জসিম উদ্দিন, খানসামা (দিনাজপুর)
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ জন দেখেছেন

শীতকালীন সবজিতে ভরপুর বাজার। কমতে শুরু করেছে অনেক সবজির দাম। গত সপ্তাহে যে আলু ৮০ টাকা ছিল সেটি এখন বিক্রি হচ্ছে ৫০ টাকায়। মুখে ঝাল লাগাতে কাঁচামরিচের প্রতি কেজির জন্য গুণতে হচ্ছে মাত্র ৫০ টাকা। এক সপ্তাহ আগে সবজি বেশি দামে বিক্রি হলেও এখন তা কেজি প্রতি দাম কমেছে ১০ থেকে ২০ টাকা। ফলে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে।

 

 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার পাকের হাট,খানসামা বাজার,ভুল্লার হাট,কাচিনিয়া বাজারসহ বেশকয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। ব্যবসায়ীরা বলছেন বাজারে পর্যাপ্ত সবজি আসতে শুরু করায় এরই মধ্যে বেশির ভাগ সবজির দাম কমেছে। দোকানগুলোতে শীতের সবজির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এতে বাজারে কমতে শুরু করেছে অস্থিরতা।

বাজার ঘুরে দেখা যায়, মানভেদে প্রতি কেজি বেগুন ২০-২৫ টাকা, মুলা ১০ টাকা, গাজর ৪০ টাকা, টমেটো ৫০ টাকা, শিম ৩০ থেকে ৩৫ টাকা,শসা বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা, কাচ কলা হালি (৪ টা) ২০ টাকা  আলু (লাল) ৫০ ও আলু (সাদা) ৪০ টাকা,পেয়াজ (নতুন) ৬০ টাকা আর পুরাতন ৮০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এছাড়া ধনেপাতার আঁটি ১০ টাকা, আর প্রতি পিস ফুলকপি ৫ ও বাঁধাকপি ১০ টাকা এবং মানভেদে প্রতি পিস লাউয়ের জন্য গুণতে হচ্ছে এ০ থেকে ৩৫ টাকা। তবে ছোট বড় আকারের ওপরে এই তিন সবজির দাম নির্ধারণ হয়। বাজারে লালশাকের আঁটি ১০ টাকা, পাটশাক ১০-১২ টাকা, পুঁইশাক ১০-১৫ টাকা, কলমি শাক ৪ টাকা ও পালংশাক বিক্রি হচ্ছে ১০ টাকা আটিঁ।

 

পাকেরহাটে সবজি ক্রেতা মঞ্জুরুল হক বলেন,বাজারে আজ সবজির দাম আগের তুলনায় কিছুটা কম। মনে হচ্ছে সবজির দাম কমে আসতে শুরু করেছে। মাঝখানে কিছুদিন সবজির দাম অতিরিক্ত বৃদ্ধি পেয়েছিল, বলতে গেলে ৮০ টাকার নিচে বাজারে কোনো সবজিই ছিল না। সেই তুলনায় আজকে বাজারে দেখা যাচ্ছে কিছুটা কমে আসতে শুরু করেছে সবজির দাম।

অপর আরেক ক্রেতা আরিফুল জানায়, এখন বাজারে শীতকালীন সব সবজিই আছে। অনেক সবজির দাম কমেছে। তবে নিম্ন আয়ের মানুষের জন্য আরও কমলে ভালো হয়। আগে আমরা নতুন আলু এলে ২০ থেকে ৩০ টাকায় কিনে খেতাম। সেই তুলনায় এখন তা অনেক দাম। সব কিছুতেই সিন্ডিকেট কাজ করছে।

 

ভ্যানচালক মুজাম বলেন, প্রতিদিনের খাদ্য তালিকায় সবজি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। সবজির দাম বাড়লে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের জন্য ক্রয় করা কষ্ট হয়ে যায়। এখন বাজারের প্রতিটি সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা কমেছে। আমরা সাধারণ ক্রেতারা চাই আসন্ন রমজানে ও যেন দামের ধারাবাহিকতা অব্যাহত থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )