বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডায়মন্ডখ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন বলেছেন, সুষ্ঠু ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। সৈয়দপুর শিক্ষার নগরীর পাশাপাশি খেলাধুলার নগরী। সৈয়দপুরে আমার নাড়ি পোতা রয়েছে।
স্বৈরাচারী আওয়ামী সরকারের কারণে দীর্ঘদিন আমি আপনাদের কাছে আসতে পারিনি। কন্ঠরোধ করে রাখা হয়েছিল। এখন এ সব থেকে আমি, আপনি আমরা সকলে মুক্ত। আমি আপনাদেরই কন্যা, বোন হয়ে থাকতে চাই। কাজ করতে চাই এলাকার সার্বিক উন্নয়নে। তিনি বলেন, আপনাদের এমন আয়োজন আমিও সামিল হতে চাই।
আমাকে যখনই ডাকবেন, তখনিই পাশে পাবেন আমাকে। গত সোমবার (৩০ ডিসেম্বর) সৈয়দপুর রেলওয়ে মাঠে সঙ্গীত সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই সব কথা বলেন। সৈয়দপুর প্রিমিয়ার লীগ টি-২০ টুর্নামেন্ট -২০২৪ (সিজন-২) এর ক্রিকেটের মেগা ফাইনাল উপলক্ষে প্লেয়ার্স এসোসিয়েশন অব সৈয়দপুর ওই সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর প্রিমিয়ার লীগ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মনোয়ার হোসেন মনু।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বেবী নাজনীন আরও বলেন, স্বৈরশাসক ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনে দেশবাসীর স্বস্তি ফিরে পেয়েছে। এখন আমাদের সকলের দায়িত্ব দেশবাসীর সামনে উপস্থাপন করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে এক সঙ্গে কাজ করা। ৩১ দফা বাস্তবায়ন হলে আগামিতে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। এজন্য আমিও আপনাদের সঙ্গে কাজ করতে চাই, বলেন তিনি। পরে সঙ্গীত সন্ধ্যায় বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি। আর তাঁকে এক নজর দেখতে এবং তাঁর গান শুনতে দুর দুরান্ত থেকে শত শত বিভিন্ন বয়সী নারী পুরুষ সৈয়দপুর রেলওয়ে মাঠে জড়ো হন। এ সময় তিনি হাত নেড়ে দর্শক শ্রোতাদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সভাপতি সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, যুগ্ম সম্পাদক মো. শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, বিএনপি নেতা হাফিজ খান, জেলা যুব দলের আহবায়ক তারিক আজিজ, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবু সাইদ, ছাত্র নেতা জিসান, সাবেক পৌর কাউন্সিলর সাবিয়া খাতুন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক উইকেট কিপার মোক্তার সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ীশেখ কুতুব উদ্দিন, ক্রিকেট সংগঠক জুয়েল রেজা প্রমুখ। এর আগে সঙ্গীত শিল্পী বেবী নাজনীন দুপুরে শারিরীক অসুস্থ সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ রেহাসেন পাপ্পুর নয়াবাজারের বাসভবনে যান।
এ সময় তিনি তাঁর (পাপ্পু) সঙ্গে দেখা করেনএবং অসুস্থতার বিষয়ে বিস্তারিত শোনেন। তিনি তাঁকে সান্তনা দিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি তাঁর পৈতৃক নিবাসে যান এবং সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।