1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুর প্রিমিয়ার লীগ টি - ২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যম্পিয়ান হয়েছে ড্রীম এলিভেন | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন

সৈয়দপুর প্রিমিয়ার লীগ টি – ২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যম্পিয়ান হয়েছে ড্রীম এলিভেন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ জন দেখেছেন

প্লেয়ার্স এসোসিয়েশন অব সৈয়দপুর আয়োজিত প্রিমিয়ার লীগ টি-২০ ক্রিকেট (সিজন-২) ২০২৪ এর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সৈয়দপুর রেলওয়ে বিভাগীয় খেলার মাঠে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সৈয়দপুর এলিভেনস্ ও ড্রীম এলিভেন পরস্পরের মুখোমুখি হয়। ড্রীম এলিভেন নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে। ১৭২ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে দলটি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ড্রীম এলিভেন ১৮ রানে সৈয়দপুর এলিভেনসকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

 

 

ড্রীম এলিভেনের ইসতি ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন। বেস্ট ফিল্ডারের পুরস্কার পেয়েছেন ড্রীম এলিভেনের দ্বীপ। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন রানার-আপ দলের অলরাউন্ডার রানা। ফাইনাল খেলায় আম্পায়ার ছিলেন েেমা. জাহিদ আলম ও মমতাজ সিদ্দিকী।

থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন মনিরুজ্জামান মিলন। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক এটলাস কসমেটিকস লিমিটেডের কর্ণধার সাবেক ক্রিকেটার হুমায়ুন কবিরের পিতা মো. হারুন উর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মোস্তফা জাকির হাসান এবং বিশেষ অতিথি ছিলেন রেলওয়ে কারখানার কার্য ব্যবস্থাপক মোমতাজুল ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মনোয়ার হোসেন মনু।

 

 

পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ান ও রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেন। একই অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে সমাজসেবা, মানবসেবায় নিয়োজিত বিভিন্ন সংগঠনকে সম্মাননা স্মারক এবং টুর্নামেন্টে অংশ নেয়া সকল দল ও খেলোয়াড়, কোচ এবং অন্যান্যদের ক্রেষ্ট ও মেডেল প্রদান করা হয়। এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে দুপুর ১২ টায় শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর প্লেয়ার্স এসোসিয়েশন অব সৈয়দপুর আয়োজিত প্রিমিয়ার লীগ টি-২০ ক্রিকেট (সিজন-২) ২০২৪ টুর্নামেন্ট শুরু হয়। এতে সৈয়দপুরের ১২ টি ক্রিকেট দলের স্থানীয় ১৯২ জন ক্রিকেটার অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )