গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাত ইউনিয়নের ছাত্রদলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ জানিুয়ারি) সকাল ১১টার সময় উপজেলা সাত ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনার চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও ফুলছড়ি-সাঘাটা আসনের নমীনি মো: ফারুক আলম সরকার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি থানা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ও এইচ এম সোলাইমান শহিদসহ ৭টি ইউনিয়নের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।