ক্যানভাসে রং তুলির আঁচড়ে রংপুরে প্রথম পূর্ণাঙ্গ আর্ট কলেজ হিসেবে পথচলা শুরু করলো তৌফিক-মারহামা আর্ট কলেজ। বুধবার দুপুরে শিক্ষাবিদ ও সমাজকর্মী বেগম মারহামাতুন্নেছা ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।উদ্বোধনী আয়োজনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও সমাজকর্মী বেগম মারহামাতুন্নেছা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের প্রফেসর মাসুদ চৌধুরীসহ রংপুরের শিক্ষাবিদ, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা।
অথিতিরা তৌফিক-মারহামা আর্ট কলেজকে উত্তরবঙ্গের আর্ট শিক্ষায় এক নতুন যুগের সূচনা হিসেবে অভিহিত করেন। প্রতিষ্ঠানটি ভিজ্যুয়াল আর্ট, চারুকলা, নকশা, ভাস্কর্যসহ বিভিন্ন শাখায় পাঠদান করাসহ শিক্ষার্থীদের আধুনিক শিল্পকলা শিক্ষা ও সৃজনশীল প্রতিভা বিকাশে সহায়তা করবে বলে প্রত্যাশা অতিথিদের। দেশবরেণ্য ভাস্কর অণিক রেজা তার বাবা-মায়ের নামে আর্ট কলেজটি প্রতিষ্ঠা করেন। তৌফিক-মারহামা কলেজে ভিজ্যুয়াল আর্ট, চারুকলা, নকশা, এবং ভাস্কর্যসহ বিভিন্ন শাখায় পাঠদান করা হবে। কলেজটি শিক্ষার্থীদের আধুনিক শিল্পকলা শিক্ষা প্রদানের পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভা বিকাশে সহায়তা করবে। বিশেষায়িত ল্যাব, আধুনিক আর্ট গ্যালারি এবং প্রশিক্ষণের জন্য আন্তর্জাতিক মানের সুবিধা থাকবে এটিতে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শওকাত আলী বলেন, ‘তৌফিক-মারাহামা আর্ট কলেজ উত্তরবঙ্গের সংস্কৃতির জাগরণে ভূমিকা রাখবে। এই কলেজ থেকে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের নতুন প্রজন্ম তৈরি হবে, যারা দেশের আর্ট ও সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরবে।’