এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সোমবার ( ৩ মার্চ) ঠাকুরগাঁওয়ের চৌরাস্তা সমবায় মার্কেটের সামনে মানববন্ধন করেন স্থানীয় কৃষক, উদ্যোক্তা ও এলাকাবাসী। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, “মইনুল ইসলাম পারভেজ ঠাকুরগাঁওয়ের গর্ব। তিনি ফলচাষে অসাধারণ সাফল্য দেখিয়ে জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছেন। অথচ, তারই পরিশ্রমের ফল ধ্বংস করে দেওয়া হলো। এটি নিছক ব্যক্তিগত লোভের কারণে করা হয়েছে।”
ক্ষতিগ্রস্ত পারভেজ বলেন, “২০২৩ সালে আখতারুজ্জামান খোকনের কাছ থেকে দুই একর জমি লিজ নিই, যার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত। সেখানে পেয়ারা, কুল ও পেঁপে চাষ করছিলাম। কিন্তু জাতীয় পুরস্কার পাওয়ার পর থেকে জমির মালিক নানা অযুহাত দেখিয়ে আমাকে হয়রানি শুরু করেন। তিনি অতিরিক্ত অর্থ দাবি করেন, যা লিজ চুক্তির পরিপন্থী। শেষ পর্যন্ত গত ৩০ জানুয়ারি তার নেতৃত্বে আমার বাগানে হামলা চালানো হয় এবং সব গাছ কেটে ফেলা হয়।”
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন পারভেজ ও মানববন্ধনে অংশ নেওয়া আন্দোলনকারীরা।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আখতারুজ্জামান খোকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি।