1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
পালিয়ে গিয়েও হাসিনার অন্তর থেকে এখনও খুনী-অত্যাচারী ভাব যায়নি : রংপুরে রিজভী | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

পালিয়ে গিয়েও হাসিনার অন্তর থেকে এখনও খুনী-অত্যাচারী ভাব যায়নি : রংপুরে রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৪৪ জন দেখেছেন

পালিয়ে গিয়েও শেখ হাসিনার অন্তর থেকে এখনও খুন ও অত্যাচারী ভাব যায়নি। হাজার হাজার শিশু-কিশোর, তরুণ-যুবকের রক্ত নিয়েও এখন তার রক্তপিপাসু মন শান্ত হয়নি। এখনও তিনি প্রতিহিংসা থেকে হত্যার নির্দেশনা দেন। যা একজন স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। এই শেখ হাসিনা ক্ষমতাকে চিরকাল নিজের করে রাখার জন্য নির্বাচন ও গণতন্ত্র ধ্বংস করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

 

২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ সালে রাতের ভোট, এবং ২০২৪ সালে ডামি নির্বাচন করেছেন—যা ইতিহাসে বিরল ঘটনা। তিনি বলেন, জুলাই-আগস্টে গণহত্যা চালিয়েও শেখ হাসিনার মধ্যে কোনও অনুশোচনা তৈরি হয়নি। তার মধ্যে এখনও হত্যার মানসিকতা ও প্রতিহিংসা রয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, ওবায়দুল কাদের বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এক লাখ লোক মারা যাবে— কিন্তু ৫ আগস্টের পর দেশে এরকম কিছুই ঘটেনি। অথচ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে তিনি এসব কথা বলেছেন। স্বাস্থ্যসেবা বিষয়ে রুহুল কবীর রিজভী বলেন, দেশের স্বাস্থ্য খাতের সঠিক উন্নয়ন হলে, অবকাঠামোগত উন্নয়ন হলে, দেশের মানুষ ভারতে চিকিৎসা নিতে যেতেন না। একই বই, একই পদ্ধতি বিশ্বের চিকিৎসকরা অনুসরণ করেন। তারপরও দেশের মানুষ বিদেশে চিকিৎসা নিতে যান। এটার পরিবর্তন একমাত্র দেশের চিকিৎসকগণ ঘটাতে পারেন।

 

রিজভী বলেন, বিভিন্ন সময় ভাইরাল ভিডিওতে শেখ হাসিনার যেসব বক্তব্য শোনা যায় তাতে তার অত্যাচারী মনোভাবই প্রকাশ পায়। তাদের মধ্যে এখনও ক্ষমতার লোভ কাজ করছে। ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. মোঃ মাহামুদুল হক সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর জেলা ড্যাব এর আহ্বায়ক ডা. মো. খালেকুজ্জামান বাদল, সদস্য সচিব অধ্যাপক ডা. মো. দেলওয়ার হোসেন সরকার, ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি ডা. আকমল হাবিব চৌধুরী, ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার প্রতিষ্ঠাতা সদস্য সচিব শামসুজ্জামান সরকার, মহানগর ড্যাবের আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, সদস্য সচিব ডা. শরিফুল ইসলাম ননতু, রংপুর মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. শরিফুল ইসলাম মন্ডল। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার সদস্য অধ্যাপক ডা. মোঃ জাবেদ আখতার, ডা. এবিএম মারুফ হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )