বুধবার (২৬মার্চ) বিকেলে ফুলছড়ি উপজেলার থানাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুলছড়ি উপজেলা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আলম সরকার, জেলা বিএনপির উপদেষ্টা নাজেমুল ইসলাম নয়ন, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উদাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাবেক সভাপতি ঈদুল হোসেন মাস্টার, ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলন, ফুলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান সরকার, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার নিজাম সৌরভ, উদাখালী ইউনিয়ন ছাত্রদলের রায়হান ইসলাম রাহুল প্রমুখ।
ইফতারের পূর্বে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।