কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।বুধবার সকাল ৬ টায় উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, থানা পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।শ্রদ্ধা নিবেদন শেষে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এসময়ে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মো:আশাদুল হক,উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: গোলাম রসুল রাখি,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: রহমত আলী,রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি)মো: তসলিম উদ্দিন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কফিলউদ্দিন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আরফানুল হক,উপজেলা এলজিইডি প্রকৌশলী সোহেল রানা,পিআইও আসাদুজ্জামান প্রমুখ।
পরে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।