1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঢাকায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন

ঢাকায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাত

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৩৩ জন দেখেছেন

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে কোথাও কোথাও বজ্রপাত হচ্ছে। এতে তীব্র গরমের মধ্যে কিছুটা স্বস্তি মিলছে রাজধানীবাসীর। শনিবার (৫ এপ্রিল) শেষ বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকার আকাশে কালো মেঘ জমতে দেখা যায়। এরপর সন্ধ্যা ৭টার দিকে দিকে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। কিছু সময়ের মধ্যে বাইরের পরিবেশ ঠান্ডা হয়ে যায় এবং গরমের তীব্রতা থেকে মুক্তি পায় রাজধানীবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, মতিঝিল, বাড্ডা, উত্তরাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।

dhakapost

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে দেশের আরও কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একইসঙ্গে তাপমাত্রা কিছুটা কমে আসবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

অবশ্য, বৃষ্টিতে স্বস্তির পাশাপাশি দুর্ভোগও ছিল। রাজধানীর কিছু এলাকায় হঠাৎ বৃষ্টির কারণে বাইরে থাকা মানুষ বিপাকে পড়েন। তবে গরমে হাঁসফাঁস করা নগরবাসীর অনেকে এই বৃষ্টিকে আশীর্বাদ হিসেবেই দেখছেন। সাইফুল ইসলাম নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী বলেন, সকাল থেকে তাপমাত্রা এতটাই বেশি ছিল যে ঘর থেকে বের হতে ভয় লাগছিল। এই বৃষ্টিতে প্রাণ ফিরে পেলাম।

এদিকে, ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে মধ্যরাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )