এতে উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার, উপজেলা সহকারী কমশিনার (ভূমি) রাসেল দিও, রৌমারী থানার ওসি লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, রৌমারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম লেবু, রৌমারী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আক্তারুজ্জামান আক্তার, মিডিয়া কর্মীসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে বৈশাখী মেলা উদযাপন করা হচ্ছে।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, এই দিনে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক সাথে এগিয়ে আসতে হবে। বৈশাখ আমাদের সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক।