আলোচনা শেষে অংশগ্রহণকারী শিশুদের জন্য উন্নত মানের খাবারের আয়োজন করা হয়। পরে এক হৃদয়ছোঁয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে নববর্ষের এই ব্যতিক্রমধর্মী আয়োজনের।
লালমনিরহাট শহরের হাড়িভাঙ্গা এলাকায় অবস্থিত হাইয়া আলাল ফালা এতিমখানা ও আইডিয়াল হোমে বর্তমানে ৫০ জন এতিম ও মেধাবী ছাত্র অধ্যয়নরত। প্রতিষ্ঠানটি শুধু আবাসিক সুবিধা নয়, শিক্ষার্থীদের উন্নত মানের খাবার এবং শহরের ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষার সুযোগ প্রদান করে আসছে।
আত্মমানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।