1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন - হাইয়া আলাল ফালা এতিমখানা ও আইডিয়াল হোম | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন – হাইয়া আলাল ফালা এতিমখানা ও আইডিয়াল হোম

সদর (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৮ জন দেখেছেন
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছে হাইয়া আলাল ফালা এতিমখানা এন্ড আইডিয়াল হোম। সোমবার দিনটি উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠানটিতে আয়োজন করা হয় ধর্মীয় গজল, দেশাত্মবোধক গান এবং বাংলা নববর্ষের তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা সভার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইয়া আলাল ফালা লালমনিরহাট জেলা প্রতিনিধি ফিরোজ হায়দার লাভলু, প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবকরা। এতিম ও মেধাবী শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আলোচনা শেষে অংশগ্রহণকারী শিশুদের জন্য উন্নত মানের খাবারের আয়োজন করা হয়। পরে এক হৃদয়ছোঁয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে নববর্ষের এই ব্যতিক্রমধর্মী আয়োজনের।
লালমনিরহাট শহরের হাড়িভাঙ্গা এলাকায় অবস্থিত হাইয়া আলাল ফালা এতিমখানা ও আইডিয়াল হোমে বর্তমানে ৫০ জন এতিম ও মেধাবী ছাত্র অধ্যয়নরত। প্রতিষ্ঠানটি শুধু আবাসিক সুবিধা নয়, শিক্ষার্থীদের উন্নত মানের খাবার এবং শহরের ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষার সুযোগ প্রদান করে আসছে।
আত্মমানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )