এসপিজিআরসি বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ (১৩ই এপ্রিল) রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ত্যাগী নেতা, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সৌজন্য স্বাক্ষাতকালে জনাব, হারুন-অর-রশিদ সালাহউদ্দিন আহমেদকে ক্যাম্পে বসবাসরত উর্দুভাষীদের বিভিন্ন সমস্যার বিষয় অবহিত করেন এবং যে কোন একটি ক্যাম্প পরিদর্শনের আহ্বান জানান। পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় নিযুক্ত পাকিস্তান দূতাবাসের আয়োজনে হোটেল লা মেরিডিয়ানে এক বণার্ঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কুটনৈতিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। স্বাক্ষাতকালে সালাহউদ্দিন আহমেদ আশ্বস্ত করেন বলেন, দ্রুত সময়ের মধ্যে ক্যাম্প পরিদর্শণ ও ক্যাম্পবাসীদের দুর্দশা লাগবের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করবেন।