
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৩ এপ্রিল) ভোর ৬টার দিকে এসএস ইলেকট্রনিকস নামক একটি ওয়ালটন শো-রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও ১১টি দোকানে। এতে পুরো বাজারজুড়ে সৃষ্টি হয় চরম আতঙ্কের।
স্থানীয়রা জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে ইলেকট্রনিক সরঞ্জামের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে পুড়ে যায় ওয়ালটনের ফ্রিজ, এসি, টিভি, রাইস কুকার, বিভিন্ন ধরনের ফার্নিচার, গিজার, গ্যাস সিলিন্ডার, আকাশ ডিশ এবং স্মার্টফোনসহ বিপুল পরিমাণ মালামাল। এতে আনুমানিক দেড় থেকে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লালমনিরহাট সদর ও আশপাশের এলাকা থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, “তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ বলা না গেলেও প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।” অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক সিরাজুল ইসলাম (৫০) জানান, তার দোকানেই প্রথম আগুন লাগে। চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে পুনরায় ব্যবসায় ফিরে আসতে সহায়তা দিতে জেলা প্রশাসকের কাছে জরুরি আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।
Related