1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে আদিবাসী পরিবারকে উচ্ছেদ করতে বাড়ি ভাঙচুর | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

পীরগঞ্জে আদিবাসী পরিবারকে উচ্ছেদ করতে বাড়ি ভাঙচুর

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৪৯ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জে আদিবাসী পল্লিতে এক পরিবারকে উচ্ছেদ করতে অপবাদ দিয়ে গৃহ ছাড়া করেছে প্রতিবেশীরা, অবশেষে বাড়িঘর ভাঙচুর থানায় অভিযোগ।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চতরা ইউনিয়নের কাঙ্গুর পাড়া গ্রামের আদিবাসী বিপ্লব হাসদার স্ত্রী তেরেজা মুর্মু ২ সন্তান নিয়ে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছিল। কৃষি কাজের উপর নির্ভর করে ওই পরিবারটির সংসার চলে, বিপ্লবের স্ত্রী তেরেজা মুর্মু সহজ সরল এবং সাদাসিধা মহিলা। অল্প শিক্ষিত হলেও এলাকার দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়াতে পছন্দ করেন তিনি, সবসময় হাসি মুখে মানুষের সাথে কথা বলে। তার এরকম চলাফেরা প্রতিবেশীদের পছন্দ নয়। বিপ্লব হাসদা ও তার স্ত্রীকে ভিটামাটি ছাড়া করতে স্বজনরা বেশকিছু মিথ্যা নাটক সাজিয়ে গত ২৪/০৩/২৫ তারিখ ইকলিমপুর গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে রাসেল মিয়া বিকাল বেলা মোটরসাইকেল নিয়ে বিপ্লব এর পরিবারের সাথে দেখা করতে গেলে রাসেল মিয়া এবং তেরেজা মুর্মু অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে তেরেজা মুর্মু তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে প্রতিবেশীরা মিথ্যা অপবাদ দিয়ে মারপিট করে গাছের সাথে বেধে রাখেন। এ অবস্থায় তাদের ভিডিও করে ফেইসবুক যোগাযোগের মাধ্যমে ভাইরাল করা হয়। ঘটনার দিনে পীরগঞ্জ থানা পুলিশ ২ জনকে থানায় হাজির করে। পরের দিন তেরেজা মুর্মুকে মুক্তি দিয়ে রাসেল মিয়াকে মোবাইল কোর্টে ২ মাসের জেলা হাজত দেন উপজেলা নির্বাহী অফিসার। এরপর বিপ্লব হাসদাসহ ও তার পরিবারের ৪ সদস্যকে প্রতিবেশীরা বাড়িতে বা গ্রামে প্রবেশ করতে দেয়নি। সেই থেকে পরিবারটি ভাসমান অবস্থায় দিন কাটাচ্ছে। গত ১১/০৫/২৫ ইং তাদের টিন ছাউনির মাটির তৈরি বাড়ি ভেঙে দিয়েছে বর্ণিত প্রতিবেশীরা।
বাড়ি ভেঙে দেয়ায় কারণে থানায় মহিলাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দেন তেরেজা মুর্মু। তিনি বলেন আমার স্বামী একজন সহজ সরল মানুষ মাদক নেশার সাথে জড়িত নয়। আমরা সবার সাথে চলাফেরা করি সেটা তারা সন্দেহের চোখে দেখে এবং মিথ্যা নাটকের মাধ্যমে আমাদেরকে বাড়ি ছাড়া করেছে। আমাদের বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করে তারা এমনকি ঘরের চিহ্নও রাখেনি। তাদের লুটপাটে ৩ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়। প্রতিবেশীদের চোখে আমরা অপরাধী বাড়িঘর এবং আসবাবপত্র তাদের কি অপরাধ করেছে যে কারণে মালামাল লুটপাট করা হয়েছে। আমরা তাদের বিচার চাই।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বাড়ি ঘর ভাঙচুর করাটা অন্যায় কারণ ওই পরিবারের ৪ সদস্য নিয়ে এখন তারা মানবেতর জীবনযাপন করছে। স্বামী স্ত্রী সব মানুষের সাথে চলাফেরা করে কারণ তারা অন্যের বাড়িতে কাজ করে খায় এতে দোষের কি।
এবিষয়ে পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম এর সাথে কথা হলে তিনি বলেন, আমরা তদন্ত করে সঠিক ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )