1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় একই কর্মস্থলে ২২ বছর, দায়িত্ব পালনে উদাসীন | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় একই কর্মস্থলে ২২ বছর, দায়িত্ব পালনে উদাসীন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৬৬ জন দেখেছেন

রংপুরের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ প্রায় ২২ বছর ধরে কর্মরত আছেন মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফার) মোছা. মেহেরুন নেছা রুমা। একই কর্মস্থলে এত দীর্ঘ সময় ধরে কর্মরত থাকা এবং সাম্প্রতিক এক্সরে ফিল্মে অনিয়মের অভিযোগ ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, ২০০৩ সালে মোছা. মেহেরুন নেছা রুমা গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। এরপর থেকে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় তিনি এখানেই কর্মরত আছেন। স্থানীয়দের অভিযোগ, তাঁর স্বামী একজন প্রভাবশালী রাজনৈতিক দলের (আওয়ামী লীগ) সমর্থক হওয়ায় তিনি এখানে বহাল তবিয়তে রয়েছেন, যদিও তাঁর কাজের দক্ষতা ও আচরণ নিয়ে রয়েছে ব্যাপক প্রশ্ন।

সম্প্রতি কোলকোন্দ ইউনিয়নের কোলকোন্দ মাদ্রাসাপাড়া গ্রামের মৃত নজিম আলীর স্ত্রী জহুদা খাতুন (৬০) সুচিকিৎসার জন্য ভর্তি হন গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসকের পরামর্শে দুটি এক্সরে করাতে হলে তাঁর ছেলে মোছা. মেহেরুন নেছা রুমার কাছে যান। ফি বাবদ ২৬০ ও ৪০০ টাকার দুটি রসিদ দেওয়া হয়। কিন্তু এক্সরে ফিল্ম হাতে পাওয়ার পর দেখা যায়, ফিল্মে কোনো ছবি ওঠেনি পুরোপুরি কালো।

ভুক্তভোগীর ছেলে অভিযোগ করেন, বিষয়টি নিয়ে জানতে চাইলে মেহেরুন নেছা রুমা বিরূপ আচরণ করেন। পরে জানা যায়, ফিল্ম না দেখে হস্তান্তর করা হয়েছিল। বিষয়টি স্বীকারও করেছেন সংশ্লিষ্ট টেকনোলজিস্ট।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আলেমুল বাসার জানান, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )