মুজিববাদী সংবিধান পরিবর্তন না করে নির্বাচন হতে দেয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, এই সংবিধনা মানুষের কল্যাণে কাজ করে নাই, নতুন সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন মেনে নেয়া হবে না।
শেখ হাসিনার বিচার সম্পন্ন ও রাষ্ট্রের মৌলিক সংস্কার করে নির্বাচনের পথে হাঁটতে হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে (৩জুলাই) নীলফামারী শহরের চৌরঙ্গি মোড়ে এনসিপির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এনসিপির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন বক্তব্য দেন।
নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার স্বৈরাচার ফ্যাসিস্ট হটিয়েছে। চাঁদাবাজ ও দুর্নীতিকেও হটাবে। এজন্য সারাদেশে মানুষদের পাশে যাচ্ছে দলের নেতা কর্মীরা।
উত্তরাঞ্চলে বৈষম্যের শিকার মন্তব্য করেন নাহিদ বলেন, আমরা বৈষম্য দুরীকরণে কাজ করছি। ঢাকায় জাতীয় সমাবেশ করে বৈষম্যগুলো তুলে ধরা হবে। যাতে সারাদেশে সুষম উন্নয়ন হয়।
পথসভায় সভাপতিত্ব করেন এনসিপি নীলফামারী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ।
এতে বিভিন্ন স্থান থেকে দলের নেতা কর্মী ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।