1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

কাউনিয়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩৪ জন দেখেছেন
কাউনিয়া  প্রেস ক্লাবের নতুন ২০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি  গঠন করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) সন্ধায়  ক্লাবের  অস্থায়ী   কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক গণআলো  পত্রিকার   উপজেলা  প্রতিনিধি  শাহ রাজু কে সভাপতি , রাজধানী টিভি ও  দৈনিক সকালের বাণী পত্রিকার উপজেলা  প্রতিনিধি সাইফুল ইসলাম  কে সাধারণ সম্পাদক  এবং মুভিবাংলা টেলিভিশন  ও জনকন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি  মঞ্জুরুল  আহসান শামীমকে  সাংগঠনিক সম্পাদক করে মনোনীত করে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে  সিনিয়র সহ সভাপতি  হলেন  দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুছ বসুনিয়া,  সহ সভাপতি  হিসেবে  মনোনীত হয়েছেন  সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল,  আজকের পত্রিকা/ এশিয়ান টিভি) মিজানুর রহমান মিটুল কালবেলা ও বায়ান্নর আলো প্রতিনিধি  জাহিদুল ইসলাম জসিম ।
কমিটির অন্যান্য সদস্য হলেন,  জহির রায়হান (দৈনিক প্রতিদিনের সংবাদ) ও আসাদুজ্জামান আসাদ (দৈনিক যুগের আলো, কে যুগ্ম সাধারণ সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক মোকছেদ আলী (ভোরের দর্পণ) আমজাদ হোসেন(দৈনিক আমাদের সময় /দেশের চিত্র) কোষাধ্যক্ষ, আশরাফুল হাবীব তুষার (তি বাংলাদেশ টু ডে) কে আইন বিষয়ক সম্পাদক, আমিনুল ইসলাম(চ্যানেল এস) কে প্রচার সম্পাদক, সজীব উদ্দিন দি রিভিট নিউজ কে দপ্তর সম্পাদক, মনিরুল ইসলাম মিন্টু(মানবজমিন) , মনোয়ার হোসেন সুজন(এনটিভি অনলাইন) ,আলমগীর হোসেন(তিস্তা সংবাদ) আনোয়ার হোসেন (মানববার্তা) আব্দুল্লাহ আল আনন্দ( সবার কথা/জনসংযোগ) মাহবুব রহমন(আলোর দিগন্ত) কে সদস্য করে ২০ সদস্য বিশিষ্ট আগামী ২ বছরের জন্য  কাউনিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক  কমিটি গঠন করা হয়েছে।
সভায় কমিটির নেতৃবৃন্দ পেশাগত উৎকর্ষতা ও নৈতিকতা বজায় রাখার ওপর জোর দেন। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা তৈরির লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়।
কাউনিয়া  প্রেস ক্লাবের নবগঠিত এই কমিটি শুধু সাংবাদিকদের অধিকার ও উন্নয়নের জন্যই নয়, বরং কাউনিয়া উপজেলার সাধারণ মানুষের কল্যাণে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )