শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিটারী এলাকার একটি পুকুরে তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত আজিজার রহমান ওই এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, আজিজার রহমান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। শুক্রবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন সকালে বাড়ির কাছের একটি পুকুরে মরদেহ দেখতে পান স্থানীয়রা।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আজিজার রহমান মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।