


টাঙ্গাইলের মধুপুরে মেডিক্যাল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল(ম্যাটস্) অবিলম্বে চালুর দাবিতে মানববন্ধন করেছে টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলী সহ তার পক্ষের লোকজন ও এলাকার জনসাধারণ।
সোমবার মানবন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জয়নাল আবেদীন বাবলু, উপজেলা বিএনপির সাবেক সদস্য বৈশিষ্ট্য আনোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিনজুর রহমান নান্নু সহ অন্যান্যরা।
বক্তারা তাদের বক্তব্যে অতি দ্রুত এই ম্যাটস্ টি চালু করার দাবি জানান। এসময় বিএনপি’র নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।