


‘পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও’ এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধা ফুলছড়ি উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে ও ব্রাকের জেলা ব্যবস্থাপক আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিডিসি,মোসারফ হোসেন,সেল্ফ অফিসার নিকিল চন্দ্র রায়, সেল্ফ অফিসার,লাবনী বেগম। এ সময়,প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সমাজের প্রতিটি মানুষকে এই বিষয়ে সচেতন হতে হবে। নারী শিক্ষার প্রসার এবং বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। প্রতিটি পাড়া ও ওয়ার্ড ভিত্তিক বাল্যবিবাহ প্রতিরোধে একাধিক জনসচেতনতা সৃষ্টি করার আহ্বান জানাই।
বাল্যবিবাহ প্রতিরোধে যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে সরাসরি আমার অফিসে আসার জন্য অনুরোধ জানাই।
তিনি আরো বলেন,আমরা এলাকার মানুষের জন্য কাজ করি। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সমাজ থেকে বাল্যবিবাহ কমিয়ে আনা। সে লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করছি। প্রয়োজনে ব্র্যাকের সহযোগিতা নিতে পারবেন, যোগাযোগ করতে অনুরোধ করছি। অনুষ্ঠান শেষে ২৩ জন অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়।