1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতের জামায়াতের বিক্ষোভ  | দৈনিক সকালের বাণী
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতের জামায়াতের বিক্ষোভ 

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৫৩ জন দেখেছেন
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন সহ পাঁচ দফা সহ গণদাবি আদায়ের লক্ষ্যে দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে  স্মারকলিপি প্রদান করেছে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী।
রবিবার দুপুরে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামী সহ অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শফিউল ইসলাম প্রমুখ।
স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন।
এসময় তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, আদেশ জারি ও আদেশের উপর গণভোটের আয়োজনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করছি।
আমাদের দাবিগুলো হলো, আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত বা জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সংবাদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের উপর গণভোটের আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় প্রক্রিতি আর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
জামায়াতে ইসলাম, জাগপা, খেলাফত মজলিস সহ সমমনা দলগুলো স্মারকলিপি প্রদান করেছি।
অবিলম্বে আমাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে অনুরোধ জানাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )