


টাঙ্গাইলের মধুপুরে আনুষ্ঠানিকভাবে টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে মধুপুর উপজেলা মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ কর্মসূচির আওতায় মধুপুর পৌরসভা ও উপজেলায় ৮১ হাজার ৯শ ৫৭ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন, মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান ও, রোগ তত্ত্ব বিষয়ক চিকিৎসক ডা. নাজমুল হক সহ অন্যরা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান বলেন, ‘টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ। মধুপুর উপজেলায় ৩০ দিন টিকাদান কর্মসূচি চলবে সময়মতো টিকা দিলে শিশুদের এই রোগ থেকে সহজেই সুরক্ষা দেওয়া সম্ভব। আমরা চেষ্টা করছি প্রতিটি শিশুকে এই টিকার আওতায় আনতে।’ এই ক্যাম্পেইনটি স্বাস্থ্য অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে, যার উদ্দেশ্য আগামী প্রজন্মকে টাইফয়েডের মতো প্রতিরোধযোগ্য রোগ থেকে রক্ষা করা।