


রংপুর উইমেন চেম্বারের আয়োজনে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটির সহযোগিতায় ২দিন ব্যাপী নারীর ক্ষমতায়ন ও সক্ষমতা বৃদ্ধি, অগ্নিকান্ড, ভূমিকম্প,বজ্রপাত, হিট স্টোক ও নারী উন্নয়ন শীর্ষক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রংপুর নগরীর মন্থনা রোড সংলগ্ন রংপুর উইমেন চেম্বারের কার্যালয়ের হলরুমে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের উইমেন চেম্বারের প্রেসিডেন্ট শাহনাজ পারভীন শাহীন।
কর্মশালায় সম্মানীত অতিথি ছিলেন মেট্টো চেম্বারের পরিচালক নাজমুল আলম নাজ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার কফিল উদ্দিন, আরবান কমিউনিটি ভলান্টিয়ার টিম লিডার গোলাম সাজ্জাদ হায়দার স্বাধীন। উইমেন চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোর্শেদা পেয়ারী, সদস্য সচিব জাকিয়া তাবাসসুম, পরিচালক শারমিন সুলতানা, মশিয়া, জাহানারা পান্না, স্মৃতি বেগম, লাভলী আক্তার, ফিরোজা আক্তার, লাভলী বেগম, রেশমা খাতুন, পলি, ফারজানা চৌধুরী, শারমিন আক্তার, মাহমুদা শরিফা, কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটির প্রকল্প কর্মকর্তা লাভলু মিয়া, মিঠুন সরকার প্রমুখ।