1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পেরুতে সরকারবিরোধী বিক্ষোভ, সংঘর্ষে নিহত ১ | দৈনিক সকালের বাণী
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

পেরুতে সরকারবিরোধী বিক্ষোভ, সংঘর্ষে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৭৩ জন দেখেছেন

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমায় জেন-জি প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে বহু পুলিশ সদস্যও রয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) দেশটির রাজধানীর পাশাপাশি অন্যান্য কয়েকটি শহরেও সরকারবিরোধী এই বিক্ষোভ হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে সাবেক প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে অভিশংসিত হওয়ার পর হোসে জেরি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যেই দেশজুড়ে এই বিক্ষোভ শুরু হয়েছে।

বিক্ষোভকারীরা দুর্নীতি ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপের দাবি জানান। প্রেসিডেন্ট জেরি দাবি করেন, ‘অরাজকতা সৃষ্টির জন্য বিক্ষোভে অপরাধীরা অনুপ্রবেশ করেছে।’ তিনি সংঘর্ষে প্রাণহানির ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট জেরি নিহত বিক্ষোভকারী এদুয়ার্দো রুইজ সায়েঞ্জের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। তবে মৃত্যুর কারণ নিয়ে বিস্তারিত কিছু জানাননি।

অন্যদিকে, বামপন্থী সংসদ সদস্য রুথ লুকুয়ে জানিয়েছেন, প্রাথমিক তথ্যে ওই হিপহপ শিল্পী বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষে আহতদের একটি হাসপাতালের ছবি পোস্ট করেছেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা একজন সাধারণ পোশাক পরা পুলিশ সদস্যকে গুলি চালাতে দেখেছেন। প্রেসিডেন্ট জেরি প্রতিশ্রুতি দিয়েছেন, ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

 

দিনা বোলুয়ার্তে ‘নৈতিক অবক্ষয়’-এর অভিযোগে সংসদে অভিশংসিত হওয়ার পর গত শুক্রবার (১০ অক্টোবর) সংসদের স্পিকার হোসে জেরি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হন। তিনি গত আট বছরে পেরুর সপ্তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। আগামী বছরের এপ্রিল পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন বলে জানা গেছে।

 

কিন্তু দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মধ্যেই জেরির প্রতি জনরোষ দেখা দিয়েছে। তরুণ প্রজন্ম রাজনৈতিক সংস্কার ও নতুন নেতৃত্ব দাবি করে রাস্তায় নেমেছে। তারা জেরির পদত্যাগ এবং একজন স্বতন্ত্র সংসদ সদস্যকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, বর্ধমান দুর্নীতি, চাঁদাবাজি ও গ্যাং সহিংসতা দেশটিতে জনগণের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। বিশেষ করে বাস ও ট্যাক্সিচালকদের গ্যাং সদস্যদের নিয়মিত হুমকির বিষয়টি দেশজুড়ে ক্ষোভ বাড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )