


ঠাকুরগাঁও রাণীশংকৈল ব্রাকের আয়োজনে ফ্রি চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ হয়েছে। সোমবার ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচীর ঠাকুরগাঁও-০১ অঞ্চলের আওতাধীন রাণীশংকৈল এলাকার অন্তর্গত সুন্দরী মোর নতুন শাখা অফিস কর্তৃক এ আয়োজন করা হয়।
এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির ঊর্ধ্বতন আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান, মাইক্রোফাইন্যান্স (প্রগতি) কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মনোতোষ সরকার, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম,আঞ্চলিক সমন্বকারী (লিড জেনারেশন) মো: সাহেদুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক (দাবি) নুর ইসলাম এছাড়াও আঞ্চলিক অফিস ও এলাকা অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উক্ত চক্ষু ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলো গ্রামীণ চক্ষু হাসপাতাল, ঠাকুরগাঁও। প্রায় দুই শতাধিক সাধারণ মানুষ বিনামুল্যের চক্ষু পরীক্ষার সেবা গ্রহণ করেন।