


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্যে দিয়েই আগামীর সমৃদ্ধির বাংলাদেশ গড়বে। সেই সাথে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলের ধনবাড়ীতে ঘর পেল এক অসহায় বিধবা নারী। গতকাল শুক্রবার দুুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার রূপশান্তি এলাকার মৃত কাজম আলীর স্ত্রী অসহায় বিধবা নারী রাবেয়া কে একটি ঘর নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. কর্নেল আসাদুল ইসলাম আজাদ।
ঘর নির্মাণ কাজের উদ্বোধন কালে অব. লে. কর্নেল আসাদুল ইসলাম আজদ বলেন, দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি প্রণীত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা রূপরেখা একটি যুগোপযোগী ও জনগণের প্রত্যাশার দলিল। তিনি বলেন, এই ৩১ দফার মাধ্যমে আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে জনগণের অধিকার, ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত হবে। দেশের মানুষ আজ পরিবর্তন চায় বিএনপির এই রূপরেখা সেই পরিবর্তনেরই দিকনির্দেশনা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।
এসময় মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, মধুপুর উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক নুরুল আলম মেম্বার, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি হারুন অর রশিদ, বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ, আবুল কালাম আজাদ, মঞ্জু ফকির, যুবদল নেতা মিনহাজ হোসেন, ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেন, মধুপুর পৌর ছাত্র দল কর্মী রুমান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। এসময় মধুপুর উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নসহ ধনবাড়ী-মধুপুরের কর্নেল আজাদ সমর্থক বিএনপি নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।