


বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে টানা বৃষ্টিপাত ও ঝড়োবাতাসে আমন ধান হেলে পড়েছে। গত কয়েক দিনের বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসে উপজেলার শতশত বিঘার জমির আমন ধান মাটিতে হেলে পড়েছে। এতে আমনে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এর মধ্যে বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাতভর বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। টানা বৃষ্টিতে এমন অপ্রত্যাশিত ক্ষতি হওয়ায় প্রান্তিক কৃষকরা চরম হতাশায় ভুগছেন।
গতকাল রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলবাড়ী উপজেলার ৬ ইউনিয়নের নিচু জমিতে আমন ধানের গাছগুলো হেলে পড়েছে। এর মধ্যে আধা পাকা আমন ধানগাছও রয়েছে। এছাড়া যেসব গাছে এখনও ধান আসেনি সেগুলো কেটে গরু-ছাগলের খাবার হিসেবে ব্যবহার করেন অনেকে। উপজেলা কুরুষাফেরুষা এলাকার কৃষক ধীরেন্দ্র নাথ রায়, আমিনুল ইসলাম ও আবদার আলী বলেন, ঝড়ো হাওয়ার কারণে আমাদের প্রত্যেকের এক থেকে দেড় বিঘার জমির ধান হেলে পড়েছে।
শুধু আমাদের নয় ওই এলাকার অনেক কৃষকের কাঁচা ধান হেলে পড়েছে। এ নিয়ে ওই এলাকার কৃষকেরা বেশ চিন্তিত হয়ে পড়েন। উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন জানান, এ বছর উপজেলায় কৃষকরা ১১ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমনের চাষাবাদ করেছে। এর মধ্যে ৫ হেক্টর জমিতে আমন ধান ঝড়ো হাওয়ায হেলে পড়েছে। উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে হেলে পড়া ধানের গাছগুলো তুলে আঁটি বেঁধে দেয়ার পরামর্শ প্রদান করা হচ্ছে।