1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে চব্বিশ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

সৈয়দপুরে চব্বিশ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৮৭ জন দেখেছেন
নীলফামারীর সৈয়দপুরে জুলাই গণঅভ্যূত্থানের বর্ষপূতি উপলক্ষে চব্বিশ (২৪) এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা – ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই- আলম সিদ্দিকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি ও হাজারী হাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সৈয়দপুর আসমতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আনোয়ারুল আলম শাহ্, ছাত্র প্রতিনিধি এহতেসামুল হক সানি প্রমুখ।
সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম, সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছা. শিল্পী আক্তার, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল হক, সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জব্বার, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বুসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেষে দুই পর্যায়ে চব্বিশ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা – ২০২৫ এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
পুরস্কার হিসেবে প্রথম স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নগদ পাঁচ হাজার টাকা, দ্বিতীয় স্থান লাভকারী প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুই হাজার টাকা করে প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান শিক্ষার্থীদের হাতে ওই নগদ অর্থ তুলে দেন।
উল্লেখ্য, গণঅভ্যূত্থানের বর্ষপূতি উপলক্ষে চলতি বছরের গত ১৭ জুলাই চব্বিশ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপজেলার বিশটিরও অধিক শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। এতে মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে আল-ফারুক একাডেমি, দ্বিতীয় সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, তৃতীয় ইন্টারন্যাশনাল স্কুল এবং কলেজ পর্যায়ে প্রথম সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় লায়ন্স স্কুল এন্ড কলেজ ও তৃতীয় সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )