


আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নূরুল হুদা বাবু বলেছেন, বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা। এলাকার তরুণদের বড় সমস্যা মাদকাশক্তি। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
এ জন্য তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন। সোমবার (৩ নভেম্বর) বেলা ১২টায় পার্বতীপুর প্রেস কাবে আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি এ মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নূরুল হুদা বাবু। তিনি বিএনপি’র সহযোগি সংগঠনের রাজনীতিতে জড়িত হন বলে তার সফর সঙ্গীরা জানান।