


রংপুরের পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি। গ্রেফতারকৃতের নাম আশিকুর রহমান (২৫)। সে ওই গ্রামের আজাদুল ইসলামের ছেলে।সে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী।
উল্লেখ্য, চলতি বছরের ১২ মার্চ পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে গেলে প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা মব সৃষ্টি করে এনটিভির অনলাইন প্রতিনিধি সাংবাদিক মো. রতন মিয়া, দেশ রূপান্তরের প্রতিনিধি আব্দুর রহিম ও একাত্তর টিভির প্রতিনিধি আশিকুর রহমানের ওপর হামলা চালিয়ে মারপিট করে। এতে মো. রতন মিয়া গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় সাংবাদিক রতন বাদী হয়ে এজাহারে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে থানায় মামলা করেন। পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “মামলার ভিত্তিতে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আশিকুরকে গ্রেফতার করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে দ্রুততম সময়ে গ্রেফতার করা হবে।” ঘটনার পর সাংবাদিক সমাজ হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।