


রংপুরের কাউনিয়া উপজেলায় প্রায় ৩ মেট্রিক টন ভেজাল সার জব্দ করে মাটিতে পুঁতে ফেলেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভেজাল সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার দুপুরে উপজেলার শিবু চৌরাস্তা বাজারে অবস্থিত মেসার্স ওয়াজিহা ট্রেডার্সে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হক। প্রতিষ্ঠানটির মালিক একরামুল হক-এর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিদুল হক জানান, ভেজাল সার ও কীটনাশক বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪১ ধারায় এ জরিমানা করা হয়েছে। জব্দ করা ভেজাল সার মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে। তিনি আরও বলেন, “কৃষকদের ক্ষতি রোধে ভেজাল সার ও কীটনাশক বিক্রির বিরুদ্ধে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।” অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং কাউনিয়া থানা পুলিশের একটি টিম।