
নীলফামারীর কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে দৈনিক সকালের বাণী পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মিডিয়া জোন অফিসে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। পত্রিকার উপজেলা প্রতিনিধি ইয়ামিন কবির স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর এর প্রতিনিধি ও সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক।
এসময় বক্তব্য দেন — মো. নাজমুল হোসেন (দৈনিক মানবজমিন), মো. আনোয়ার হোসেন (দৈনিক প্রতিদিনের সংবাদ), মো. শাকিল ইসলাম (এনটিভি মাল্টিমিডিয়া), মো. মিজানুর রহমান (দৈনিক মানববার্তা), শাহজাহান ইসলাম লেলিন (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ) এবং আদর আলি ( দৈনিক আলোকিত সকাল) । বক্তারা বলেন, সত্য সততা সমৃদ্ধির দৈনিক সকালের বাণী জনগণের আস্থা অর্জন করেছে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে। তারা পত্রিকার ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে কেক কাটা ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়। দৈনিক সকালের বাণী পরিবার ভবিষ্যতেও সত্য, বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে এ প্রত্যাশা সকলের।
Related