1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুর-১ আসনে মোকাররম হোসেন সুজন মনোনীত হওয়ায়, নেতা কর্মীদের উচ্ছ্বাস প্রকাশ  | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

রংপুর-১ আসনে মোকাররম হোসেন সুজন মনোনীত হওয়ায়, নেতা কর্মীদের উচ্ছ্বাস প্রকাশ 

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৪৫ জন দেখেছেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি কর্পোরেশন ১-৯ নং ওয়ার্ড) আসনে দল মনোনয়ন চূড়ান্ত করেছে। এই আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন গঙ্গাচড়ার চার বারের সফল ইউপি চেয়ারম্যান ও নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করে বিএনপি। মনোনয়ন পাওয়ার পর থেকেই গঙ্গাচড়ায় দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল করছেন।
মনোনয়নপ্রাপ্ত মোকাররম হোসেন সুজন বলেন, দল আমাকে মনোনীত করেছে , এ প্রাপ্তি আমার একার নয়, গোটা উপজেলাবাসীর। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি জনগণের ভালোবাসা ও আস্থার ভিত্তিতে তা সফলভাবে সম্পন্ন করার চেষ্টা করব। রংপুর-১ আসনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার মাধ্যমে এই আসনটি দলকে উপহার দিতে পারব  ইনশাআল্লাহ।
বিএনপি’র গঙ্গাচড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান লুলু বলেন,দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় থাকার কারণে কেন্দ্রীয় পর্যায়ে তাঁর নামটি আলোচনায় ছিল। তিনি দলীয় নানা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন এবং তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য মুখ হিসেবে বিবেচিত হওয়ায় দল তাঁকে মনোনীত করেছে।
গঙ্গাচড়া উপজেলা যুবদল সাধারণ সম্পাদক শাহিন আলম সোনা বলেন,তরুণদের কাছে তিনি একজন অনুপ্রেরণার নাম। মাঠে যে নেতৃত্ব তিনি দিয়েছেন, সেই যোগ্যতার কারণেই কেন্দ্র তাঁকে বেঁছে নিয়েছে।ত্যাগী এই নেতাকে মনোনীত করায় দলের নীতি নির্ধারনী মহলকে ধন্যবাদ জানাই। জিয়া সাইবার ফোর্স রংপুর জেলা যুগ্ম আহ্বায়ক জহুরুল হক বুলবুল বলেন,মোকাররম হোসেন সুজন একজন পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেতা। তাঁকে মনোনীত করায় এই আসনে বিএনপি’র  প্রাথমিক বিজয় হয়েছে। তাঁকে বিজয়ী করতে গঙ্গাচড়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন এক হয়ে কাজ করবে।
এদিকে, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও একই আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। ফলে রংপুর-১ আসনে সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন  হতে যাচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )