


রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সানোয়ার মোর্শেদ। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল স্বাক্ষরিত আদেশে তার নিয়োগ নিশ্চিত করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, পারুল ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের প্রতি অনাস্থা জানিয়ে ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন। তাদের অনাস্থা প্রস্তাব গ্রহণ করে আইন অনুযায়ী প্রশাসক নিয়োগের সুপারিশ পাঠানো হয় জেলা প্রশাসকের দপ্তরে।
জেলা প্রশাসকের আদেশে স্থানীয় সরকার আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা এবং স্থানীয় সরকার বিভাগের দিকনির্দেশনার ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হয়। তবে ওই পত্রে প্রশাসক নিয়োগে কোন কারণ উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মোঃ রাসেল বলেন, ইউপি সদস্যরা অনাস্থা জানানোয় নিয়ম অনুযায়ী প্রশাসক নিয়োগ করা হয়েছে।
প্রসঙ্গত, সদ্য সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি পারুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন।