


গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝানঝাইর ডাকুমারী গ্রামে নদীর মাছ ধরাকে কেন্দ্র করে দুর্বৃত্তের হামলায় খোকা মিয়া (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মো. রশীদ সরকারের ছেলে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুলাল মাঝিকে (৪৫) আটক করা হয়েছে। আটক দুলাল মাঝি (৪৫) একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে হঠাৎ গুলির শব্দের মতো এক বিকট শব্দ শুনতে পান এলাকাবাসী। কিছুক্ষণ পর তারা সেখানে গিয়ে খোকা মিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের স্ত্রী রোকাইয়া বেগম (৪০) বলেন, ভোররাতে কয়েকজন এসে নদীর কোলে মাছ মারার অনুমতি চায়। কিন্তু আমার স্বামী অনুমতি না দিলে তাকে ঘর থেকে বের করে এবং গুলির মতো বিকট শব্দ হয়। তারপর আমি গিয়ে দেখি তার মৃত্যু হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।
নিহতের স্ত্রী ও স্থানীয়দের দাবি, খোকা মিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে। এটা পরিকল্পিত হত্যা কাণ্ড। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, নিহত খোকা মিয়ার মাথায় ভারী কোনো বস্তুর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শক্ত কিছু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তবে কোনো গুলিবর্ষণের ঘটনা ঘটেনি বলে তিনি নিশ্চিত করেছেন। ওসি আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুলাল মাঝি (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে।”
এ ব্যাপারে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব বলেন, খোকা মিয়ার মাথায় ধারালো শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে। গুলির কোনো সিমটম পাওয়া যায়নি। কিভাবে এবং কেন হত্যা করা হয়েছে তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। এদিকে, হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল গাইবান্ধায় পাঠিয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।