1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে বাল্য বিয়ে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন

পীরগঞ্জে বাল্য বিয়ে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৯ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআরএস-এর জননী প্রকল্পের আয়োজনে বাল্য বিয়ের পরিনতি ও করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে আরডিআরএস-এর জননী প্রকল্পের গর্ভামেন্ট রিলেশন এন্ড কমিউনিটি মোবিলাইজেশ অফিসার জেসমিন আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন।

 

এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রেসক্লাব আহ্বায়ক শাহ্ সাদা মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমুন নাহার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন চৈত্রকোল,বড়দগাঁ, কুমেদপুর ও মিঠিপুর ইউনিয়নের ঈমাম, কাজী, পুরোহিত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষকবৃন্দ, কিশোর কিশোরী ফোরামের প্রতিনিধি, বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি ,আরডিআরএস এনজিও সংস্থার প্রতিনিধিগন।

বক্তারা বলেন সরকার বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে বেশ কিছু আইন প্রণয়ন করেছে, যার মধ্যে রয়েছে বাল্যবিবাহ নিরোধ আইন, যা ১৮ বছরের কম বয়সী মেয়েদের এবং ২১ বছরের কম বয়সী ছেলেদের বিয়ে নিষিদ্ধ করে। তবে, এই আইনগুলির প্রয়োাগের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে, বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে বাল্যবিবাহ বেশি।

বাল্যবিবাহ থেকে মেয়েদের রক্ষা করে এমন আইন ও নীতিগুলিকে শক্তিশালী ও কার্যকরভাবে প্রয়োগ করতে হবে। এর মধ্যে রয়েছে মেয়েদের বিয়ের নূন্যনতম যে বয়স (১৮ বছর) নির্ধারণ করা আছে তা যথাযথভাবে অনুসরণ করা এবং আইন লঙ্ঘনকারীদের শাস্তি প্রদান করা।

যেসব মেয়েরা বাল্যবিবাহের ঝুঁকিতে রয়েছে বা যাদের এরই মধ্যে বাল্যবিবাহের অভিজ্ঞতা আছে তাদের সহায়ক পরিষেবা যেমন কাউন্সেলিং, স্বাস্থ্যসেবা এবং আইনি সহায়তার প্রবেশাধিকার প্রয়োজন। এই পরিষেবাগুলি মেয়েদের নির্দিষ্ট চাহিদা মেটাতে প্রস্তুত করা উচিত এবং সবার জন্য প্রবেশাধিকারযোগ্য এবং সাশ্রয়ী হওয়া উচিত বলে জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )