রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের বাজে শিবপুর গ্রাম থেকে নকল ডলার পার্টির তিন সদস্যকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। পীরগঞ্জ থানার পুলিশ জানায়, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বড়জামালপুর গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র মঞ্জু মিয়া(৬০), তার কন্যা মুন্নি আক্তার এবং রংপুর পীরগঞ্জ উপজেলার বাজে শিবপুর গ্রামের আব্দুস সাত্তারের কন্যা শোভা খাতুন দীর্ঘদিন থেকে নকল ডলার কারবারি চক্রের সাথে জড়িত থেকে প্রতারনা করে আসছে।
শোভা বরগুনা জেলার সদর উপজেলার মাইখা গ্রামের বজলুর রহমানের ছেলে রবিউল আলমের সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এর জের ধরে রবিউল আলমকে ডলার বিক্রির প্রলোভন দেখিয়ে মুন্নীসহ পীরগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের আব্দুল সাত্তারের কন্যা শোভা খাতুন বাড়িতে ডেকে নেয়।
ইতিপূর্বেও বাবা ও মেয়ে দাদা নাতনি সেজে বিভিন্ন জনের সঙ্গে প্রতারণা করেছিল বলে এলাকাবাসনী জানায়। উক্ত মহিলাদ্বয় প্রেমের ফাঁদে ফেলে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পর আসল ডলার দেখিয়ে নকল ডলার সরবরাহ করত। শনিবার ২৮ সেপ্টেম্বর দুপুর ১২ টায় বাজে শিবপুর গ্রামে ডলার বিনিময়ের সময় এলাকাবাসি এদের হাতেনাতে আটকে পুলিশে সোপর্দ করে। ধৃতরা বর্তমানে থানা হাজতে। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।