অ্যানিম্যাল ছবির সাফল্যের পর থেকে একের পর এক কাজের সুযোগ পাচ্ছেন তৃপ্তি দিমরি। এই সাফল্যের পর নিজের পারিশ্রমিকও বৃদ্ধি করেছেন অভিনেত্রী। বর্তমানে তার পারিশ্রমিক জানলে আপনি অবাক হবেন। গত এক বছরের খ্যাতির শীর্ষে পৌঁছে গেছেন তিনি।
অ্যানিম্যাল ছবির সাফল্যের পর আর তাকে পিছনে তাকাতে হয়নি। একের পর এক কাজের সুযোগ এসেছে। তার অভিনীত ব্যান নিউজ ছবিটি বক্স অফিসে সাড়া না ফেললেও তৃপ্তি দিমরি এবং ভিকি কৌশলের রসায়ন নজর কেড়েছে।
বর্তমানে ভিকি অউর বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও ছবি নিয়ে ব্যস্ত নায়িকা। তারই মাঝে হাতে আসছে একের পর এক কাজ। তবে কাজ থেকে মুখ ফেরাচ্ছেন নায়িকা। একদিকে যেমন অভিনীত চরিত্রের বিষয় বিস্তারিত ভাবনা চিন্তা করার পর তাতে অভিনয় করবেন কি না, তা স্থির করছেন। তেমনই নজর দিচ্ছেন নিজের পারিশ্রমিকে।
রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তৃপ্তি দিমরি। হয়ে ওঠেন ন্যাশনাল ক্রাশ। বর্তমানে একের পর এক ছবি করে চলেছেন। সদ্য শেষ করেছেন ভুল ভুলাইয়া ৩-র কাজ।