পঞ্চগড়ের দেবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপুর্ন পরিবেশে উদযাপন উপলক্ষে পুরোহিত, মন্দির কমিটি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭অক্টোবর) উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের সোনাহার বন্দরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠন, হিন্দু,বৌদ্ধ, খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট ও সোনাহার ইউনিয়ন বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যান ফ্রন্টের আহ্বায়ক প্রেমাশিষ কুমার রায়।
রাজমোহন রায়ের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওসমান গণী, দেবীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আশরাফুল আলম সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন তোবারক হ্যাপী, তহিদুর রহমান মিস্টার সহ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, অত্র এলাকার বিভিন্ন মন্দিরের কমিটি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ অত্র এলাকার বাসিন্দা।
সভায় প্রধান অতিথি ফরহাদ হোসেন আজাদ দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের নিকট হতে তাদের বিভিন্ন প্রস্তাবনা শুনেন। এছাড়াও শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ আইন-শৃঙ্খলা রক্ষায় সমসাময়িক বিষয়ে নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন। দুর্গোৎসব চলাকালীন সময়ে কোন তৃতীয় পক্ষ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখা সহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট মন্দির কমিটি গুলোকে নির্দেশনা প্রদান করেন।
দুর্গোৎসব চলাকালীন কোন বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটলে যত দ্রুত সম্ভব সেনাবাহিনী সংশ্লিষ্ট থানা ও পুলিশ কন্ট্রোল রুমে অবহিত করার জন্য তিনি অনুরোধ জানান।
এছাড়াও উপজেলার প্রতিটি পূজা মন্ডপে স্বার্বিক সহযোগিতা করার জন্য উপজেলা ও ইউনিয়ন বিএনপি কর্তৃক সেচ্ছাসেবক কাজ করবেন বলে জানান তিনি।