কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদী ভাঙন রোধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের কুড়ারপার ভেলকারচর গ্রামের দুধকুমার নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন বল্লভেরখাষ ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য মোহাম্মদ আলী, হবিবর রহমান প্রমূখ। বক্তারা দাবী করেন একমাস থেকে দুধকুমার নদীর ভাঙনে ভেলকারচর ও রহমানের কুটি দুটি গ্রামের শতাধীক বসতবাড়ী, শত একর জমি নদীগর্ভে বিলিন হয়েছে। ভাঙনের মুখে রয়েছে গ্রাম দুটির অসংখ্য বসতবাড়ি। দ্রুত ভাঙন রোধে কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়ার দাবী করেন মানববন্ধনকারীরা।