1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
স্কুল-শিক্ষক সবই আছে, নেই শুধু শিক্ষার্থী | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

স্কুল-শিক্ষক সবই আছে, নেই শুধু শিক্ষার্থী

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১১৪ জন দেখেছেন
শিক্ষক আছে, নেই শুধু শিক্ষার্থী

বিদ্যালয়ের কাগজ-কলমে শিক্ষার্থী থাকলেও বাস্তবে নেই। দুই শ্রেণিকক্ষে শূন্য শিক্ষার্থী। তবুও ৬ জন শিক্ষক নিয়মিত বেতন-ভাতা তুলছেন। আর স্কুল মাঠ যেন গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। এমনই ঘটনা ঘটেছে দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের বাসুলী তালতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।

 

সরেজমিনে সোমবার (৭ অক্টোবর) দুপুরে অনুসন্ধানে এমনই চিত্র উঠে আসে। স্কুলের শিক্ষক ও সংশ্লিষ্টদের উদাসীনতায় এমন চিত্র বলে অভিযোগ করেন অভিভাবক ও স্থানীয়রা। এই সময় দেখা যায়, অফিস কক্ষ ও শ্রেণী কক্ষ অগোছালো ও অপরিষ্কার।

 

এদিন স্কুলে গিয়ে দেখা যায়, সুসজ্জিত সীমানা প্রাচীর ও মূল গেট দিয়ে প্রবেশ করতেই স্কুল সুনশান নিরবতা। নেই শিক্ষার্থীদের কোন কোলাহল। স্কুলের ভিতরে প্রবেশ করে দেখা শুধু চতুর্থ শ্রেণীর ক্লাসরুমে মাত্র ৪ জন শিক্ষার্থী উপস্থিতি ৩য় ও ৫ম শ্রেণীর ক্লাসরুম শূন্য।  তবে আমাদের উপস্থিতি বুঝতে পেরে স্কুলের শিক্ষকরা তাড়াহুড়ো করে শিক্ষার্থী হাজিরা খাতায় উপস্থিতি লিখে দেয়। এতে দেখা যায় ৮ অক্টোবর (মঙ্গলবার) এর দ্বিতীয় শ্রেণির হাজিরা খাতায়ও শতভাগ উপস্থিতি লিখে দেওয়া।

 

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত চলতি বছরে এই বিদ্যালয়ে প্রাক থেকে ৫ম শ্রেণী পর্যন্ত খাতা-কলমে শিক্ষার্থী সংখ্যা ৯০ জন ও শিক্ষক সংখ্যা ৬ জন। কিন্তু বাস্তবে এর চিত্র ভিন্ন। জানা যায়, সকাল ৯টা থেকে ১২ টা পর্যন্ত প্রাক ও ২য় শ্রেণীর ক্লাস এবং ১২ টা থেকে ৪ টা পর্যন্ত ৩য়-৫ম শ্রেণীর ক্লাস হয়। কিন্তু এদিন প্রথম শিফটের স্কুল খাতা-কলমে উপস্থিতি শতভাগ থাকলেও উপস্থিতি অবস্থা ছিল নাজুক।

 

তবে সহকারী শিক্ষকরা জানায় যে কয়েকজন শিক্ষার্থী স্কুলে আসছিলো কিন্তু দীর্ঘ সময় বিদ্যালয়ে উপস্থিত থেকেও এর সত্যতা দেখাতে পারেনি শিক্ষকরা। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জানায়, অন্য ক্লাসের শিক্ষার্থীরা আজ স্কুলে আসে নাই। প্রায় দিনেই স্কুলে উপস্থিতি এমনই থাকে।

 

বিদ্যালয়ের পার্শ্বেই বাড়ি হওয়ায় প্রায় সময়ই প্রধান শিক্ষক স্কুলে অনুপস্থিত থাকেন। তিনি নিজেও বলতে পারেন না বিদ্যালয়ে কয়জন শিক্ষার্থী উপস্থিত। এবিষয়ে বাসুলী তালতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন অনুপস্থিতির বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি। তিনি বলেন, কিন্ডারগার্টেনসহ নানাবিধ কারণে উপস্থিতি কম।

 

সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক মিয়া  বলেন, এই উপজেলায় নতুন যোগদান করেছি। এখনও এই স্কুল পরিদর্শন করতে পারিনি। তাই এবিষয়ে এখনে কোন বক্তব্য দিতে পারছি না। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক চৌধুরী বলেন, এই বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )