জমকালো আয়োজনের মধ্য দিয়ে রংপুরের বদরগঞ্জে শুরু হয়েছে মেঘনা ব্যাংক পিএলসি উপ-শাখার কার্যক্রম। বুধবার (৯ অক্টোবর) সকালে বদরগঞ্জ উপজেলা শহরের হক সাহেবের মোড়ে ফিতা ও কেককেটে মেঘনা ব্যাংকের নতুন উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেঘনা ব্যাংকের রংপুর শাখার ম্যানেজার মোঃ একরামুল হক, শঠিবাড়ি শাখার ম্যানেজার মোঃ হারুন অর রশিদ, চেহেলগাজী শাখার ম্যানেজার মোঃ শামসুজ্জামান, বদরগঞ্জ উপ শাখার ম্যানেজার খন্দকার তৌহিদুল হাসান। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবক, সংগঠক, গ্রাহকেরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে অতিথি ও গ্রাহকদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের কার্যক্রম শুরু হয়। প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ব্যাংকের কার্যক্রম চালু থাকবে।
Related